Title
মহারাজপুর, কেন্দ্রীয় জামে মসজিদ, স্থাপিত-১৪৭৩ ইং
Details
মহারাজপুর এর প্রাণকেন্দ্র মহারাজপুর উচ্চ বিদ্যালয় উত্তর পূর্ব কোণে অবস্থিত মহারাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এর ইতিহাস কারোই জানা না থাকলেও ধারনা করা হয় এটি ১৪৭৩ খ্রীষ্টাব্দে নির্মিত হয়। মসজিদটির কারুকাজ দেখলে দর্শনার্থিদের ছোখ জুড়িয়ে যায়। সামনে কৃষ্ঞচুড়ার গাছ এবং স্কুল মাঠ মসজিদটির সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়।